আমি সাধারণ মানুষ, বলার মত কেউ নই।
লেখালেখি পেশা নয়, শুধু শখের বশেই লিখি। ২০০৩ সালে আমার প্রথম লেখাটি প্রকাশিত
হয়েছিল ছাপার অক্ষরে। তারপর কখনও নিয়মিত, কখনও অনিয়মিতভাবে লিটলম্যাগ, মাসিক,
সাপ্তাহিক ও জাতীয় দৈনিকে লিখে গেছি ২০০৯ সাল পর্যন্ত। ২০১০সালে কাগজের পাতায় লেখা
অনেকটাই বন্ধ করে দিই, শুরু করি ব্লগিং। বাংলা কমিউনিটি ব্লগগুলোতে নিয়মিত বিচরণ
ছিল। লিখতাম, পড়তাম আর নিজের মতামত জানাতাম। এরপর ২০১৩ সালে গণজাগরণ আন্দোলন শুরু
হলো, যার নেতৃত্বে ব্লগাররাই ছিলোঅগ্রগামী। গণজাগরণের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু
করল স্বাধীনতাবিরোধীদের মিডিয়াগুলো। ব্লগারদের
গণহারে ‘নাস্তিক’ ডেকে আন্দোলন শুরু হলো। সেই সাথে শুরু হলো ব্লগারদের ওপর হামলা ও হত্যাকাণ্ড। ধর্মে
বিশ্বাসী হয়েও লাখো ব্লগার ‘নাস্তিক’ অপবাদ নিয়ে ব্লগ ছাড়তে শুরু করল। আস্তে আস্তে বাংলা
ব্লগগুলো মরে যেতে লাগল।
![]() |
চেরাপুঞ্জি, মেঘালয়, ভারত। নভেম্বর-২০১৮। |
এরপর থেকে আবারও লেখালেখিতে অনিয়মিত
হয়ে গেলাম। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার মধ্যেই অনেকের লেখালেখি সীমাবদ্ধ হয়ে গেলেও
আমি এতে তৃপ্তি খুঁজে পাইনি আজও। ফেসবুক হলো সোশ্যাল মিডিয়া, লেখালেখির জায়গা নয়। যাই
হোক, এরপর থেকে অনিয়মিতভাবে বিভিন্ন জায়গায় লিখছি। কখনও পত্রিকার পাতায়, কখনও লিটলম্যাগে, কখনও টেলিভিশনের জন্য। এরমধ্যে ২০১৫ সালে বৈশাখী টেলিভিশন আয়োজিত ঈদের
নাটকের জন্য গল্প লেখা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ৫জন গল্পকারের মধ্যে
একজন নির্বাচিত হই এবং সেইসাথে পুরস্কৃতও হই। এছাড়া একটা মাসিক পত্রিকার জন্য রচনা
লিখে বেশ কয়েকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন ও বিভিন্ন জাতীয় দৈনিকে গল্প
লিখে নানা সময়ে পুরস্কৃত হয়েছি। ছড়া-কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও এখন মূলত গল্পই লিখি বেশি। সেইসাথে সমসাময়িক বিষয় নিয়ে ফিচার, নিবন্ধ ও কলামও লিখে থাকি।
এই ব্লগ সাইটটিতে আমার প্রকাশিত ও
অপ্রকাশিত সকল লেখা সংরক্ষিত থাকবে। একসময় লেখা ছড়া, কবিতা, অনুকাব্য যেমন থাকবে,
তেমনি থাকবে সাম্প্রতিক সময়ে লেখা গল্প, নিবন্ধ, কলামগুলোও। এককথায় এই সাইটটি আমার
লেখালেখির পরিপূর্ণ একটি আর্কাইভ হয়ে থাকবে। একসময় হয়তো লেখালেখি করবো না, সে সময়ও
পাব না। তখন পুরোনো লেখাগুলো পড়ে স্মৃতিচারণ করার জন্য হলেও সাইটটির প্রয়োজনীয়তা
অনুভব করি।
![]() |
পিচঢালা এই পথটারে ভালোবেসেছি, তারসাথে এই মনটারে বেঁধে নিয়েছি। |
আমি ভ্রমণপ্রিয়, সংগীত ও বইপ্রেমী
মানুষ। সেইসাথে খেলাধুলার প্রতি আছে নিদারুণ আকর্ষণ। নিজে একসময় খেলতাম বলে
ক্রিকেটের প্রতিও আছে আলাদা ভালোলাগা। সেজন্য ব্লগ সাইটটিতে খেলাধুলা, সংগীত, বই
নিয়ে আলোচনা ও ভ্রমণ-ডায়েরিও প্রকাশ করছি। সেইসাথে আমার ধর্ম ও দর্শন-বিষয়ক ভাবনা
ও মতামতকেও তুলে ধরব নিজের মত করে। আশা করি সবার ভালো লাগবে।
জীবনে যা হতে চেয়েছিলাম তা হতে
পারিনি। নিজের মতের বিরুদ্ধে কখনও যাইনি, মন যা চেয়েছে তাই করেছি সবসময়। এজন্য
জীবনে মাশুলও গুনেছি প্রচুর। মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে সোজাসাপ্টা কথা বলি, আপস করি
না নিজের আদর্শের সাথে। সব্যসাচী লেখক
সৈয়দ শামসুল হকের মত করে বলি ‘আপস করিনি
কখনোই আমি, এই হলো ইতিহাস’। হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর মত করে বলি ‘আমি বাঙালি,
আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না’।
নিজের চাওয়া-পাওয়ার হিসেব কখনও করিনি। শুধু ফেলে আসা অতীতের কথাগুলো যখন মনে হয়
তখন বলি, সময় বদলে যায়, সবাই আলোকিত হয়। আমিই
শুধু পড়ে থাকি জীবনের গহীন উপত্যকায়, জীবন্মৃতের মত।